আশিক বন্ধু : বাংলাভিশনে নিয়মিত প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক সহযাত্রী। রিজওয়ান খানের রচনা ও পরিচালনায় অনিমা ভিশনের ব্যানারে এটি নির্মিত হয়েছে। উত্তরার মন্দিরা শুটিং হাউসে শুটিং চলছে নাটকের বাকি পর্বগুলোর। রাজধানী থেকে দেড় ঘণ্টার জার্নি শেষে সন্ধ্যায় উত্তরার মন্দিরা শুটিং বাড়িতে পৌঁছার পর ধারাবাহিকটির সহকারী পরিচালক মনন আসাদের সাথে দেখা। তিনি শট শুরুর প্রস্তুতি নিচ্ছেন। লাইট, ক্যামেরা রেডি। শটে এলেন অভিনেত্রী ইমি ও অহনা। বাড়ির ড্রয়িং রুম। গোছানো পরিবেশ। ক্যামেরার ফ্রেমে ইমি প্রবেশ করলেন। অহনাকে উদ্দেশ্য করে ইমির ডায়লগ, স্যরি আমি আপনাকে রেখে চাটা খেয়ে নিলাম। ইট’স ওকে বলে ইমি অহনার সাথে পারিবারিক বিষয নিয়ে খানিক আলাপ সারলেন। শটটি ওকে করতে কয়েকবার টেক নিতে হয়েছে। অল্প বিরতি দিয়ে ফ্রেমে আসলেন নাইম। শট দেয়ার আগে অহনা নাইমকে উদ্দেশ্য করে বললেন, আপনি আমাদের প্রিয় দুলাভাই, তা-ও আমাদের প্রিয় নাদিয়া আপর হাজবেন্ড। দুলা ভাই ও শ্যালিকার অভিনয়টা নিশ্চয়ই দর্শক উপভোগ করবে। শুটিংয়ের ফাঁকে ফাঁকে মজা করাটা ইউনিটের সবাই খুব এনজয় করলেন। একের পর এক শট চলতে থাকে। রাত ৯টার দিকে দেখা মিলল অভিনেতা ও প্রযোজক প্রেমের সাথে। অমায়িক ভদ্রলোক। তার আন্তরিকতায় মুগ্ধ না হয়ে পারা যায় না। রাত বেড়ে চলেছে। শুটিং থেমে নেই। আবার শট রেডি। অহনার সাথে নাইমের শট নেয়া হবে। রুহুলের ক্যামেরায় সেট রেডি। ফ্রেমে প্রবেশ করতেই নাইম-অহনার ইমোশনাল পারিবারিক ডায়লগ অনর্গল চলতে থাকে। এজন্য বেশ কয়েকবার শট নিতে হয়। এবার হামেজ চাচা চরিত্রে অভিনয় করা সিরাজ আর অহনার কিছু সংলাপ নেয়া হবে। শটটা নিতে একটু লেট হচ্ছে। তাড়া দিচ্ছেন অহনা। তাড়াতাড়ি করেন। না হলে পেমেন্ট দেন বাসায় চলে যাই। এ নিয়ে সবাই বেশ মজা করলেন। সেটটা যেন অহনাই আনন্দে জমিয়ে তুলেছেন। ঘড়িতে রাত ১০টা। ফেরার প্রস্তুতি চলছে। তার আগে শাহিদ আহমেদ জয়ের ক্যামেরয় ধরা দেন পরিচালক রিজওয়ান খান, অহনা, নাইম, ইমি, প্রেম, সিরাজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন