শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইংরেজি নববর্ষ সংখ্যা

প্রবাসী সচিবের নেতৃত্বে চার সদস্য প্রতিনিধি দল দুবাই পৌছেছে

আমিরাতে নারী কর্মী প্রেরণে সমঝোতা স্মারক আজ

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৮, ১:০৬ এএম


স্টাফ রিপোর্টার : সংযুক্ত আরব আমিরাতে মহিলা গৃহকর্মী প্রেরণে দেশটির সচিব পর্যায়ে দ্বি-পাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড.নমিতা হালদারের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল গতকাল রাতে দুবাই পৌছেছে। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হচ্ছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব মো: সুজায়েত উল্লাহ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তারেক আহমেদ। দেশটিতে অধীকহারে মহিলা গৃহকর্মী প্রেরণের লক্ষ্যে উভয় দেশের সচিবের মধ্যে আজ একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত বৈঠকে দেশটিতে দীর্ঘ দিন যাবত পুরুষ কর্মী নিয়োগ বন্ধের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবার কথা রয়েছে। প্রবাসী সচিব দেশটিতে বাংলাদেশী পুরুষ কর্মী নিয়োগ চালুর দাবী জানাবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
অনিক ২০ এপ্রিল, ২০১৮, ১১:৫৯ এএম says : 0
আসলে ডুবাই এর পুরুষ ভিসা খুলে দেওয়া হলে দেশের আতিক অবস্তা কিছু টা ভাল হবে
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন