সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আনিসুল হকের ধারাবাহিক এক লক্ষ লাইক

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ভিন্ন ধারার গল্প নিয়ে চ্যানেল আইতে শুরু হয়েছে আনিসুল হকের লেখা ধারাবাহিক ‘এক লক্ষ লাইক’। পরিচালনা করেছেন হিমেল আশরাফ। অভিনয় করেছেন আফরান নিশো, সখ, সামিয়া, ফারুখ আহমেদ, নরেশ ভুইয়া, শিল্পী সরকার অপু, মাসুম বাসার, মিলি বাসার, ডিকন নূর, মনিরা মিঠু, আব্দুল্লাহ রানা, মহসিন আহমেদ, কায়েস চৌধুরী, হিন্দোল রায় প্রমুখ। আজ থেকে শুরু হয়ে ধারাবাহিকটি প্রচার হবে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯.৩৫ মিনিটে। আমাদের চারপাশে ঘটে যাচ্ছে নানা ঘটনা। কিছু ভাল, কিছু খারাপ। বেশীর ভাগ মানুষই অন্যায় দেখে চুপ করে থাকে, এড়িয়ে যায়, সহ্য করে। কিন্তু সবাই তা নয়, কেউ কেউ আছেন যারা ¯্রােতের উল্টো দিকে হাঁটেন, অন্যায়ের প্রতিবাদ করেন, নির্যাতিতর পাশে গিয়ে দাঁড়ান। ‘এক লক্ষ লাইক’ তেমনি এক মানুষের গল্প। ইমতিয়াজ টিপু, যার সংক্ষেপে নাম ইটি, যিনি তার জীবন উৎসর্গ করেছেন মানুষের সেবায়, অন্যায়ের প্রতিবাদে। এই নাটকের মূল লক্ষ সমাজে এরকম আরো হাজার হাজার ইটি তৈরি করতে উদ্বুদ্ধ করা। সবাই মিলে যেদিন অন্যায়ের প্রতিবাদ করকে সেদিন থেকেই সমাজ বদলে যেতে শুরু করবে, খারাপ দূর হয়ে যাবে। ইটি সেই দিনের স্বপ্ন দেখে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
SHAMIM ১০ মে, ২০১৮, ১২:২১ পিএম says : 0
Natok ta amar khub valo lagce ami subsomoy dekhi.......!!!
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন