রাজধানীর বাড্ডায় পাওনা ৮০০ টাকা নিতে গিয়ে আউসার (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার রাতে বাড্ডার পদরদিয়া এলাকার ধানক্ষেত থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আউসার আব্দুল জাহিদের ছেলে। সে পেশায় অটোরিকশাচালক। আউসার সাঁতারকুল এলাকায় পরিবারের সঙ্গে থাকত।
স্বজনরা জানান, এলাকার পরিচিত এক ব্যক্তির কাছে ৮০০ টাকা পেত আউসার। মঙ্গলবার রাতে ওই ব্যক্তি এ ব্যাপারে কথা বলার জন্য তাকে ডেকে নিয়ে যান। এর পর আর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রাতে ধানক্ষেতে তার লাশ পাওয়া যায়।
বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, রাতে ধানক্ষেত থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। তার গালে ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আউসারকে হত্যার পর লাশ ধানক্ষেতে ফেলে যায় হত্যাকারীরা। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন