রাশিয়ার নৌবাহিনীতে আরো একটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন, তিনটি যুদ্ধজাহাজ, দুটি হেলিকপ্টার এবং বহুসংখ্যক কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র যুক্ত হয়েছে। এর মাধ্যমে রুশ নৌবাহিনী কৌশলগত ক্ষমতার দিক দিয়ে অনেক অগ্রগতি লাভ করল। রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী ইউরি বরিসভ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘তুলা’ নামের ডেল্টা-৪ ক্লাস নতুন এ সাবমেরিন ১৬টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। এসব ক্ষেপণাস্ত্র ১১ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতের আঘাত হানতে সক্ষম। বরিসভ জানান, রুশ নৌবাহিনী লজিস্টিক সাপোর্ট জাহাজ এলব্রাস পেয়েছে এবং আরো কিছু কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র পাওয়ার অপেক্ষায় আছে। কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র হচ্ছে পরমাণু অস্ত্র বহনে সক্ষম এবং ৫০০ কেজি প্রচলিত বোমা বহন করতে পারে। পার্সটুডে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন