শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

এক রোহিঙ্গা পরিবার ফেরত নেয়া ধোঁকাবাজি

মালয়েশিয়ার দু’টি মানবাধিকার সংস্থার বিবৃতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

মালয়েশিয়ার দুটি মানবাধিকার সংস্থা মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। ‹হিউম্যান রাইটস অর্গানাইজেশন› ও ‹রোহিঙ্গা পার্লামেন্ট› এক যৌথ বিবৃতিতে বলেছে, মিয়ানমার সরকার মানুষকে ধোঁকা দেওয়ার জন্য পাঁচ সদস্যের একটি রোহিঙ্গা পরিবারকে ফিরিয়ে নিয়েছে। বাংলাদেশ ও মিয়ানমারের নো মেনস ল্যান্ড থেকে ওই পরিবারকে নিয়ে যাওয়া হয়েছে। মিয়ানমারের লোকদেখানো এই পদক্ষেপের নিন্দা জানিয়ে ওই উভয় সংস্থাই বলেছে, জাতিসংঘকে এমন পদক্ষেপ নিতে হবে যাতে রোহিঙ্গা মুসলমানেরা নতুন কোনো সংকটে না পড়ে। গণহত্যার হোতাদেরকে শাস্তি থেকে বাঁচাতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। পাঁচ সদস্যের যে পরিবারকে মিয়ানমারে ফিরিয়ে নেওয়া হয়েছে, সেই পরিবারের অভিভাবকের নাম হচ্ছে আকতার আলম। নাইক্ষ্যাংছড়ির তমব্রু সীমান্তের নো ম্যানস ল্যান্ডে আশ্রয় নেওয়া দেশহারা নির্যাতিত রোহিঙ্গারা তাকে মিয়ানমারের পুলিশের লোক বলে মনে করেন। তাদের দাবি, এ কারণেই তাকে নো ম্যানস ল্যান্ড থেকে দেশে ফেরার সুযোগ দেওয়া হয়েছে। পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন