শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কক্সবাজারে ইসলামী শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা ছিল তাঁদের

রামুর দুই বরেণ্য আলেমের স্মরণ সভায় বক্তারা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বিকাল ৪ টায় কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টি এ আয়োজন করে। কক্সবাজার শহরের হোটেল পালংকির রজনী রেস্তোরায় আয়োজিত স্মরণ সভায় বক্তারা বলেছেন, কক্সবাজারে ইসলামী শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালনের সাথে সাথে বাতিল অপশক্তির মোকাবিলায় যাঁরা সাহসিকতা ও একনিষ্ঠতার পরিচয় দিয়েছেন মাওলানা আমান উল্লাহ সিকদার রহ. ও মাওলানা আব্দুচ্ছালাম কুদছী রহ. তাঁদের মধ্যে অন্যতম। বহুমুখী প্রতিভাধর এই দুই বরেণ্য আলেমেদ্বীন আকাবিরে দেওবন্দের হাতে গড়া ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাথে আজীবন সম্পৃক্ত ছিলেন। ইসলামী নেজাম প্রতিষ্ঠার আন্দোলনে তাঁদের নিষ্ঠাপূর্ণ অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।
জেলা সভাপতি মাওলানা হাফেজ ছালামতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আমান উল্লাহ সিকদার রহ. ও আসমা ছিদ্দিকা র. বালিকা মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুচ্ছালাম কুদছী রহ. মসজিদ -মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনার মহান খেদমতে আমৃত্যু একনিষ্ঠতার সাথে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁদের ঈমানী চেতনা,বলিষ্ঠ সাহস, কর্মদক্ষতা, মানবিক গুণাবলী, সামাজিক শিষ্টাচারিতা, আমাদের প্রেরণা।
বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব। এতে মরহুমদ্বয়ের জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, মুহাদ্দিস মাওলানা মুফতি আব্দুল হক, জেলা নেজামে ইসলাম পার্টির সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরিদুল হক, কক্সবাজার শহর সভাপতি মাওলানা নুরুল হক চকোরী, রামু উম্মাহাতুল মু’মিনিন বালিকা মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুর রাজ্জাক, রাজারকুল আসমা ছিদ্দিকা মাদ্রাসার ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা জায়নুল আবেদীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Rezaul karim ২২ এপ্রিল, ২০১৮, ১০:১৪ এএম says : 0
I want to write this newspaper.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন