শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সেলেব্রিটিদের ছবি নিয়ে প্রদর্শনী করবেন তুহিন হোসেন

| প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: বাংলাদেশে ও দিল্লীতে ফটোগ্রাফি নিয়ে পড়াশুনা শেষে ১৯৯৮ সালে ‘সাপ্তাহিক ২০০০’ এবং ‘আনন্দধারা’ ম্যাগাজিনে স্টাফ ফটোগ্রাফার হিসেবে কাজ শুরু করেন আলোকচিত্রী তুহিন হোসেন। গø্যামার ফটোগ্রাফিতে তুহিন হোসেনের বেশ খ্যাতি রয়েছে। তার হাত ধরে অনেক তারকা শোবিজে এসেছেন। ১৯৯৮ সালে পেশা হিসেবে তিনি গø্যামার ফটোগ্রাফি শুরু করেন। দীর্ঘ ক্যারিয়ারে দেশের প্রায় সব সেলিব্রিটি তার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। তুহিন হোসেন বলেন, ‘সাপ্তাহিক ২০০০’ এবং ‘আনন্দধারা’ ম্যাগাজিনের জন্য অনেক সেলিব্রিটিদের ফটোসেশন আমি করেছি। এরপর ২০০২ সাল থেকে প্রধান ফটোগ্রাফার হিসেবেও ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছি। এছাড়া ২০০৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত ডেইলি স্টারের সাপ্তাহিক ম্যাগাজিন স্টার শোবিজে অনেক সেলেব্রিটিদের কভার ফটোশুট করেছি। এছাড়া নিজের নামে তুহিন হোসেন ফটোগ্রাফি প্রতিষ্ঠান গড়ে তুলি এবং সেখানে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানীর বিলবোর্ডসহ নামকরা ফ্যাশন হাউজের মডেল ও সেলিব্রেটিদের ফটোসেশন করেছি। সেলেব্রিটিদের বাছাইকৃত ছবি নিয়ে দেশে ও দেশের বাইরে প্রদর্শনী করার আশা রয়েছে। বর্তমানে তারই প্রস্তুতি নিচ্ছি। উল্লেখ্য, তুহিন হোসেন মুম্বই থেকে ফটোগ্রাফি বিষয়ক বেশকিছু কোর্স করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন