বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চতুর্দশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

চতুর্দশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গতকাল বিকেল সাড়ে তিনটায় এই পরীক্ষার ফল প্রকাশ করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতবছর ৮ ও ৯ ডিসেম্বর চতুর্দশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা গ্রহণ করে প্রতিষ্ঠানটি। এই পরীক্ষায় স্কুল-২ পর্যায়ে, স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে সর্বমোট এক লাখ ৬৬ হাজার ৩১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ৬২৪ জন, স্কুল পর্যায়ে ১৫ হাজার ৩৬২ জন এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৮৭৭ জনসহ সর্বমোট ১৯ হাজার ৮৬৩ জন প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়-২ এ ২৩টি, স্কুল পর্যায়ে ২৩টি এবং কলেজ পর্যায়ে ৩৫টি সহ সর্বমোট ৮১টি বিষয়ে লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে ওয়েবসাইট ও এসএমএস এর মাধ্যমে অবহিত করা হবে বলে জানিয়েছে এনটিআরসিএ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন