পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় ভারতের মহারাষ্ট্র রাজ্যে অন্তত ৩৭ মাওবাদী বিদ্রোহীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ১৯ জন নারীও রয়েছেন। মহারাষ্ট্র পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার মহারাষ্ট্র ও পার্শ্ববর্তী ছত্তিশগড় রাজ্যের সীমান্তবর্তী গাদচিরোলি জেলার গভীর বনে একটি নদীর পাড়ে একদল মাওবাদী বিদ্রোহী পুলিশ কমান্ডোদের চোরাগোপ্তা আক্রমণের মুখে পড়ে। ওই দিন দুপক্ষের মধ্যে প্রায় চার ঘন্টা ধরে বন্দুকযুদ্ধ হয়। পুলিশের হামলায় প্রাথমিকভাবে নারী ও পুরুষ মিলিয়ে ১৬ মাওবাদী বিদ্রোহী নিহত হন। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন