ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। জানা যায়, প্রায় ৭ বছর পূর্বে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুতুবপুর গ্রামের আশ্রাফ আলীর মেয়ে পারভীন বেগম (২২) এর বিয়ে হয় হবিগঞ্জের চুনারুঘাট এলাকার দোলনা গ্রামের হাজী সামছু মোল্লা জমাদারের ছেলে নুর হোসেন (২৫) এর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের পারিবারিক কলহ লেগেই থাকতো। বিয়ের পর থেকে এক পুত্র সন্তানের জননী পারভীনের দাম্পত্য কলহ চলছিল। কলহের জেরে সম্প্রতি পারভীন বাবার বাড়িতে চলে আসে। পারভিনের স্বামী তার শুশুর বাড়িতে বেড়াতে আসেন। গত রবিবার রাতে পরিবারের সবার সাথে পারভীন ঘুমাতে যায়। কিন্তু সকাল থেকে সে নিখোঁজ ছিল। ধারনা করা হচ্ছে নুর হোসেন স্ত্রীকে হত্যা করে ডোবাতে ফেলে পালিয়ে যায়। এরপর থেকেই স্বামী নুর হোসেন’র ব্যবহ্নত মোবাইল ফোনটিও বন্ধ ছিল। এ ঘটনায় তার বাবা বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরী করে। পরে বুধবার রাতে মির্জাপুর-খাদুরাইল গ্রামের সড়কের পার্শ্বে সিরাজ মিয়ার বাড়ির একটি ডোবায় কুচুরী পানার নিচে মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতেই মরদেহটি উদ্ধার করে। গতকাল বৃহস্পতিবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। বিজয়নগর থানা পুলিশ চুনারুঘাট থেকে নিহতের স্বামী নুর হোসেনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। বিজয়নগর থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন জানান, আমরা নিহতের স্বামী নুর হোসেনকে চুনারুঘাট থেকে আটক করেছি। এ ব্যাপারে তদন্ত চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন