নিষেজ্ঞা অমান্য করে লক্ষীপুরের রায়পুরে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্র্ড। এসময় তাদের কাছ থেকে ১০ মন জাটকা, ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও দু’টি নৌকা জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা চরআবাবিল ইউনিয়নের মেঘনা নদী এলাকার সাজু মোল্লার মাছ ঘাট থেকে তাদের আটক করা হয়। পরে দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাছেম বিল্লাহ আটকৃত প্রত্যক জেলেকে ৪ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করেন ও জব্দকৃত মাছ স্থানীয় বিভিন্ন এতিম খানা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করা সহ জব্দকৃত জাল বিনষ্ট করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন