ইসরাইল তার ‘আগ্রাসী ও বর্ণবাদী’ পদক্ষেপের মাধ্যমে নিজের ‘দুর্বৃত্ত’ চরিত্র বিশ্ববাসীর সামনে প্রকাশ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি গোলাম আলী খোশরু। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সব সংঘর্ষ ও সহিংসতার জন্য ইসরাইলই দায়ী। ইসরাইলি যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যানের ইরান বিরোধী হুমকির জবাবে গতকাল শুক্রবার গোলামআলী খোশরু এ মন্তব্য করেন। লিবারম্যান বৃহস্পতিবার সউদী নিউজ ওয়েবসাইট এলাফ’কে সাক্ষাৎকারে বিনা কারণে ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। পার্স টুডে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন