শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আজ কবি জাহাঙ্গীর ফিরোজের জন্মদিন

প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আজ কবি জাহাঙ্গীর ফিরোজের জন্মদিন। বাংলা কাব্যের অন্যতম শক্তিমান এই কবি ১৯৫৫ সালের এই দিনে টাঙ্গাইলের করোটিয়ার বীরপুষিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার কবিতায় মানব মনের সূ²াতিসূ² অনুভূতিগুলো যেমন অবলীলায় ব্যক্ত হয়, তেমনি মানুষের অধিকারের বিষয়গুলোও জোরালো হয়ে ওঠে। মানব মনের অবচেতন জগতের গহিনে সুপ্ত হয়ে থাকা সুচেতনাবোধকে জাগিয়ে তোলার ক্ষেত্রে জাহাঙ্গীর ফিরোজ কবিতাকে এক মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করেন। ভাষার জটিল কারুকাজ নয়, বরং ছন্দায়িত ঝরঝরে শব্দ চয়নের মাধ্যমে জটিল বিষয়কে সরল ও বোধগম্যভাবে অসাধারণ করে তোলেন। আত্মপ্রচারবিমুখ এই কবির এ পর্যন্ত ৯টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বদ্ধমাতাল রোদে, যে ছিল প্রাণের জরুরী, চাকরিজীবীদের কোনো স্পার্টাকাস নেই, অণুবিশ্বের মেঘমালা, ছেঁড়া টুকরো মেঘ, লালনের পাখি উড়ে যায়, মৌরী বাতাসের ঘ্রাণ ইত্যাদি। এ ছাড়া তার কাব্য সমগ্রও প্রকাশিত হয়েছে। জাহাঙ্গীর ফিরোজ একজন প্রখ্যাত সাংবাদিক হলেও নিজেকে আপাদমস্তক একজন কবি হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন। এ পর্যন্ত তিনি অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। বিভিন্ন সাহিত্য প্রতিষ্ঠান তাকে নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। আজ বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে কবির জন্মদিন উপলক্ষে আড্ডা, কবিতা পাঠ এবং তার কবিতা নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাহাঙ্গীর ফিরোজের জন্মদিন উপলক্ষে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন