শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিএনপিও চায় না তারেক জিয়া দেশে আসুক -ওবায়দুল কাদের

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি নেতা খন্দকার মোশারফের একটি বক্তব্যের প্রেক্ষিতে বলেছেন, বিএনপিও চায়না তারেক জিয়া দেশে আসুক। এতদিন শুনতাম চিকিৎসার জন্য তিনি লন্ডন গিয়েছেন এখন দেখি অন্য কথা। তারেক জিয়া দেশ থেকে চলে গেছেন আর রাজনীতি করবেন না বলে। এখন যে পলাতক আসামী, সাজাপ্রাপ্ত আসামী।
গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জের ভূলতা আড়াইহাজার সড়কের কাজ পরিদর্শন শেষে উজান গোপিন্দীতে এক জনসভায় ভাষণকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ ভূমিকা রাখছেন। আজকে দেশের নারীরা পিছিয়ে নেই। এসব ভূমিকার জন্য তিনি গতকাল অস্ট্রেলিয়ায় গেøাবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন।
তিনি আরো বলেন, খালেদা জিয়া বলেছিলেন আওয়ামীলীগ একশ বছরেও ক্ষমতায় আসতে পারবেনা কিন্তু আওয়ামী লীগই সবচেয়ে বেশি সময় ক্ষমতায় রয়েছে। বিএনপি আন্দোলন করবে রোজার ঈদের পর নাকি কুরবানির ঈদের পরসেটাই তারা ঠিক করতে পারছেনা।
‘’উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, কাজের লোককে ভোট দেবেন, দলের লোককে নয়। যিনি কাজ করে তাকেই নির্বাচিত করবেন। মনে রাখবেন, টাকা পয়সা কিন্তু থাকবেনা, মানুষের কাজে আসলে সেটাই থাকবে।’’
দলেরনেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষমতার দাপট দেখাবেন না, জনগন যেভাবে ভালো থাকে সে কাজ করুন। ক্ষমতার দাপট দেখিয়ে মানুষের ভালোবাসা হারাবেন না। জনগনের কাছে যান, তাদের জন্য কাজ করুন।
এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাব্,ু আড়াহাজার উপজেলাচেয়ারম্যান শাহজাহান মিয়া. উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আঃ রশিদ ভুইয়া, সাবেক সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ। জনসভায় হাজার হাজার নেতা কর্মীর ঢল নামে।সেতু মন্ত্রী আরো বলেন, বিএনপি ফাঁদে পড়ে গেছে। এই ফাঁদ থেকে জীবনে আর বের হয়ে আসতে পারবে না। তাই একেক সময় একেক কথা বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন