শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আদমদীঘিতে দুর্ধর্ষ ডাকাতি

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বগুড়ার আদমদীঘিতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দল বাড়ীর লোকজনকে মারপিট করে মুখ ও হাত-পা বেধে ফেলে রেখে নগদ দেড় লাখ টাকাসহ দেও ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ডাকাতদলের মারপিটে গৃহকর্তা তার স্ত্রীসহ ৪ জন গরুতর আহত হয়েছে। আহতদের আদমদীঘি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ৬-৭ জনের একদল ডাকাত উপজেলার বাগবাড়ি গ্রামের মৃত ইসমাইলের ছেলে মাহবুল ইসলামের বাড়িতে প্রবেশ করে প্রথমে কয়েকটি ঘরে শিকল লাগিয়ে দিয়ে গৃহকর্তা মাহবুল (৪২) ও তার স্ত্রী আনোয়ারা বেগম (৩০) কে মারপিট করে মুখও হাত-পা বেধে ফেলে রেখে মাহবুলের ছেলের রাসেলের ঘরের জানালার ইটের দেওয়াল ভেঙ্গে তার ঘরে ঢুকে ডাকাতদল তাকে ও তার স্ত্রী সাথী (১৯)কে মারপিট করে মুখও হাত-পা বেধে রেখে আলমারী ভেঙ্গে নগদ এক লক্ষ ৫৫ হাজার টাকাসহ স্বর্ণের চেইন, কানের দুলসহ দের ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। পরে গৃহকর্তার মাতা ঘটনা টের পায় এবং তার চিৎকারে প্রতিবেশী ও টহল পুলিশ এগিয়ে এসে তাদের উদ্ধার করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন