অভি মঈনুদ্দীন: দেশ ও দেশের বাইরে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর। গত ১৪, ১৫ ও ১৯ এপ্রিল তিনটি দেশে প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রণে স্টেজ শো’তে অংশ নিয়েছেন তিনি। পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল ফ্রান্সের প্যারিসে, ১৫ এপ্রিল ভিয়েনায় এবং ১৯ এপ্রিল ওমানে স্টেজ শো’তে অংশ নেন আঁখি আলমগীর। সেখান থেকে ফিরে এসেই আবার স্টেজ শো’তে ব্যস্ত হয়ে উঠেছেন তিনি। আঁখি আলমগীর বলেন, ‘এটা অবশ্যই আল্লাহর অশেষ রহমত যে বছরজুড়েই বলা যায় স্টেজ শো’তে আমাকে অংশ নিতে হয়। প্যারিসে, ভিয়েনায় এবং ওমানে তিনটি স্টেজ শো’তেই আমাকে বিপুল দর্শকের উপস্থিতিতে সঙ্গীত পরিবেশন করতে হয়েছে। প্রতিটি শো’তে এমন হয়েছে যে দর্শকের উপস্থিতি আয়োজক কমিটি সামলাতে না পেরে নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠান শেষ করতে হয়েছে। দেশের বাইরে বাংলাদেশীদের ভালোবাসায় আমি মুগ্ধ।’ উল্লেখ্য আসিফ ও আঁখির গাওয়া ‘টিপটিপ বৃষ্টি’ গানটির মিউজিক ভিডিও সম্প্রতি ‘ধ্রুব মিউজিক স্টেশন’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ভাস্কর জনি। গানটি লিখেছেন এবং সুর সঙ্গীত করেছেন তরুন মুন্সী। এরইমধ্যে ২৫ লাখেরও বেশি ভিউয়ার্স গানটি উপভোগ করেছেন। আঁখি জানান শিঘ্রই তিনি স্টেজ শো’তে অংশগ্রহণ করতে লন্ডন, কাতার, কোরিয়া ও মালয়েশিয়া যাবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন