শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সুপার ট্রুপার্স টু

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

কমেডি ফিল্ম ‘সুপার ট্রুপার্স টু’ পরিচালনা করেছেন জয় চন্দ্রশেখর। ‘দ্য বেবি মেকার্স’ (২০১২), ‘বিয়ারফেস্ট’ (২০০৬), ‘দ্য ডিউকস অফ হ্যাজার্ড’ (২০০৫), ‘ক্লাব ড্রেড’ (২০০৪), ‘সুপার ট্রুপার্স’ (২০০১) এবং ‘পাডল ক্রুজার’ (১৯৯৬) চন্দ্রশেখর পরিচালিত চলচ্চিত্র।
কুইবেকের সেন্ট জর্জেস দু লরাঁ শহরের সীমান্তের আসল অবস্থান নিয়ে যখন কানাডা আর যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ সৃষ্টি হয় সুপার ট্রুপার্সদের সেখানে পাঠানো হয়। এই দলের সদস্যরা- ম্যাক (স্টিভ লেমে), থর্নি (জয় চন্দ্রশেখর) এবং ফস্টার (কেভিন হেফারম্যান)। তাদের বিতর্কিত এলাকায় একটি হাইওয়ে প্যাট্রল স্টেশন তৈরি করতে বলা হয়। স্বাভাবিকভাবেই প্রক্রিয়া বিভিন্নভাবে এলোমেলো হয়ে যায়। স্বল্পবুদ্ধি ‘হিরোরা’ তাদের ধারায় পুলিশ আইন প্রয়োগ করে। গি লে ফ্রাঁ (রব লো) আর জেনিভিভসহ (এমানুয়েল ক্রিকি) স্থানীয়দের সঙ্গে মেলামেশায় তারা সব মজার মজার কাÐ ঘটাতে থাকে।
ছবিঃ সুপার ট্রুপার্স টু।

হলিউড শীর্ষ পাঁচ
১ আ কোয়ায়েট প্লেস
২ র‌্যাম্পেজ
৩ আই ফিল প্রিটি
৪ সুপার ট্রুপার্স টু
৫ বøকার্স

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন