স্টাফ রিপোর্টার : দেশে ফিরেই অভিনয়ের অফার পেলেন যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেত্রী-মডেল মোনালিসা। সাগর জাহানের রচনা ও পরিচালনায় একটি ঈদের নাটকে অভিনয় করবেন তিনি। তার বিপরীতে থাকবেন মোশাররফ করিম। ১৬ এপ্রিল থেকে নাটকটির শুটিং শুরু হবে। মোনালিসা বলেন, ‘আবার অভিনয় করতে পারছি, এটা আমার জন্য অনেক আনন্দের ব্যাপার। দেশের বাইরে থাকাকালীন দেশকে প্রতি মুহূর্তে মিস করেছি। অভিনয় এবং মডেলিং খুব মিস করেছি। দেশে ফিরেছি, নিজের মাটিতে ফিরেছি, মায়ের কোলে ফিরেছি- কী যে ভালো লাগছে তা ভাষায় প্রকাশ করে বুঝানো যাবে না। আরো ভালো লাগছে দীর্ঘদিন যাদের সঙ্গে কাজ করেছি, সেইসব প্রিয় সহকর্মী, কলাকুশলীদের সঙ্গে দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন যে ক’টা দিন দেশে থাকি যেন ভালো থাকি, সবাইকে নিয়ে আনন্দে সময়টা কাটাতে পারি।’ এদিকে মোনালিসা জানান, ভালো প্রোডাক্টের বিজ্ঞাপনেও কাজ করবেন তিনি। তবে তা এখনো চূড়ান্ত হয়নি। নাটকে কাজ করার ব্যাপারে মোনালিসা আরো জানান তিনি বেছে বেছেই কাজ করবেন। টানা কাজ করার আগ্রহ নেই। মোনালিসা জানান, আসছে ঈদ পর্যন্ত তিনি দেশে থাকবেন। উল্লেখ্য, গত শনিবার রাতের ফ্লাইটে আমেরিকা থেকে দেশে ফিরেন মোনালিসা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন