শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এ সময়ের ব্যস্ত নির্মাতা পীযূষ সেন বেনু

প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : মিডিয়ায় তরুণ নির্মাতা পীযূষ সেন বেনুর বিচরণ খুব বেশি দিনের না হলেও প্রতিভা দিয়ে ইতোমধ্যে নিজের একটি অবস্থান গড়ে নিয়েছেন। ধারাবাহিক নাটক থেকে একক নাটক ও টেলিফিল্ম নির্মাণ করেছেন। এগুলো দর্শক গ্রহণযোগ্যতা পেয়েছে বলেই আলোচনায় আসতে পেরেছেন। বর্তমানে চ্যানেল আইতে পীযূষের পরিচালনায় প্রচার চলতি ধারাবাহাকি ‘প্রাণ কোকিলা’ বেশ দর্শক গ্রহণযোগ্যতা পেয়েছে। ইতমধ্যে নাটকটির ৩৬তম পর্ব প্রচার হয়েছে। এই ধারাবাহিকের পাশাপাশি আগামী ঈদের জন্য নাটক নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এ নিয়ে তার এখন ব্যস্ত সময় কাটছে। ইতোমধ্যে দুইটি নাটকের কাজ করছেন। একটি এ্যাটোমবোম ও অন্যটি প্রেম কবি। এদিকে জাহাঙ্গীর আলম সুমনের পরিচালনাধীন সোনাবন্ধু সিনেমায় একটি আইটেম গান লিখেছেন পীযূষ। ‘আমি ইলেক্ট্রা’ শিরোনামের গানটি ইতোমধ্যে বেশ আলোড়ন তুলেছে। পীযূষ সেন বেনু বলেন, আরটিভির সফিক পহাড়ী ভাই-এর হাত ধরে প্রযোজনা সহকারী হিসেবে মিডিয়াতে কাজ শুরু করি। তারপর আমার আজকের অবস্থানে আসতে সবচেয়ে বেশি সহায়তা করেছেন জনপ্রিয় অভিনেতা-নির্মাতা ডি এ তায়েব। মূলত তার হাত ধরে আজ আমি এই জায়গায়। গত দুই বছর ধরে এস.জি প্রডাকশনের অনুষ্ঠান প্রধানের দায়িত্ব পালন করে আসছি। এর পাশাপাশি পরিচালনা, অভিনয় এবং লেখালেখি চালিয়ে যাচ্ছি। আমি মনে করি, নাট্যঙ্গনে নিজেকে সফলভাবে তুলে ধরতে হলে আরো অনেক ভালো কাজ করতে হবে। এ লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন