বিনোদন ডেস্ক : আনন্দের গান-১, ২-এর ধারাবাহিকতায় এবার বৈশাখ উপলক্ষে আসছে সিকুয়্যাল অ্যালবাম আনন্দের গান-৩। এই অ্যালবামের দুটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। সম্প্রতি কুমার বিশ্বজিতের উত্তরার স্টুডিওতে গান দুটির কণ্ঠ ধারণ করা হয়। ‘তুমি যদি হারাতে চাও তবে হারাও, তুমি যদি আড়ালে যাও তবে চলে যাও, বাধা দেব না হৃদয়ে লেখা আছে তোমার ঠিকানা, সেই ঠিকানায় আমি আসবো, ভালোবাসার টানে খুঁজবো...’ এমন কথার গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব দাস। ‘তুমি এলে মন বাগানে কুঁড়িরা ফুল হয়ে ফুটে, তুমি এলে প্রজাপতি ডানা মেলে ছুটে, সেই সুবাসে ভ্রমর খেলে আমার সুখের বেলাতে, তুমি আসবে আবার কবে মধুর প্রেমে হারাতে...। এমন কথার গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অয়ন চাকলাদার। কুমার বিশ্বজিৎ বলেন, ‘আমার দীর্ঘ সংগীত জীবনে অনেক গুণী পরিচালকদের সঙ্গে কাজ করেছি। আবার এই সময়ে এসে তরুণদের সঙ্গেও কাজ করে যাচ্ছি। এটাই আমার ভালো লাগা। গান দুটি আমার ভালো লেগেছে। আশা করছি, নতুন প্রজন্মের কথা, সুরের এ গান দুটিও ভালো লাগবে সবার। উল্লেখ্য, পহেলা বৈশাখে আসছে সিডি চয়েসের ব্যানারে তিন জনপ্রিয় সংগীতশিল্পীর অ্যালবাম আনন্দের গান-৩। তারেক আনন্দের কথায় বিশ্বজিৎ ছাড়াও অন্য দুটি করে গানে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ ও ইলিয়াস হোসাইন। সংগীত পরিচালক হিসেবে থাকছেন রেজওয়ান শেখ ও রাফি মোহাম্মদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন