আজ সন্ধ্যায় বৈঠকে বসছেন বিএনপির সিনিয়র নেতারা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যগণ এই বৈঠকে উপস্থিত থাকবেন। চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। বিএনপি সূত্রে জানা যায়, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, খালেদা জিয়ার মামলার বিষয়ে পর্যালোচনা, মুক্তির দাবিতে পরবর্তী কর্মসূচি নির্ধারণ এবং খুলনা সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন