সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

তারিক জুলফিকার-এর একক ছাপচিত্র প্রদর্শনী

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: শিল্পী তারিক জুলফিকারের একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে ধানমন্ডিস্থ ইএমকে সেন্টারে। প্রদর্শনীটিতে শিল্পীর নিজস্ব নিরীক্ষার মাধ্যমে বিভিন্ন আঙ্গিকে করা ২৭টি ছাপচিত্র প্রদর্শিত হবে। তারিক জুলফিকার তার শিল্পকর্ম সম্পর্কে বলেন, ছাপচিত্র মাধ্যমটি নিয়ে আমি প্রায় ২০ বছর ধরে ক্রমাগত যে নিরীক্ষা করছি তারই একটি চূড়ান্ত প্রকাশ এই প্রদর্শনী। এখানে আমি ছাপচিত্রের বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে আমার নিজস্ব ব্যক্তিগত চিন্তা ও উপলব্ধির জগতকে সবার সামনে দৃশ্যমান করার চেষ্টা করেছি মাত্র। আমি বিশ্বাস করি, অতীতের মাঝেই সব প্রশ্ন ও সমাধান লুকিয়ে আছে; যেমন আমাদের জন্মের আগের স্মৃতি জমা থাকে আমাদের ডিএনএ-তে। আবার আমরা যা কল্পনা করি তা আসলে আমাদের ফেলে আসা অতীত ছাড়া আর কিছুই না। আমরা শুধু বারবার কপি করছি বা হচ্ছি, কিন্তু কোন কপির সাথে কোন কপির মিল নেই। ঠিক যেন আকাশের কোটি কোটি তারা। কিংবা রবিন্দ্রনাথের লেখা কবিতা গান, যা ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন মানুষ পরছে বা গাইছে বা শুনছে নতুন বাস্তবতায় ও উপলব্ধিতে। প্রতিবারই তা ঘটে নবরূপে-নবঢঙ্গে এক স্থির সময়ে। আর তাই এই প্রদর্শনীতে আমি আমার উপলব্ধির বহিঃপ্রকাশ ঘটাতে চেয়েছি। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে ইএমকে সেন্টার, বাড়ি-৫, রোড-২৭ (পুরাতন), ধানমন্ডি। প্রদর্শনী চলবে ২৪ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮:৩০ টা পর্যন্ত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন