বিনোদন ডেস্ক: বর্তমান ও সাবেক সদস্যদের পুনর্মিলনী, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠার ২৭ বছরপূর্তি উদযাপন করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন আমরা কুঁড়ি। সম্প্রতি শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন। তিন পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বে ছিল আলোচনা, সম্মাননা প্রদান ও শেষ পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘শুক্রবার কোচিং ক্লাস চাই না, খেলতে চাই, বেড়াতে চাই’ প্রতিপাদ্যে প্রথম পর্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক। সভাপতিত্ব করেন কবি রাজু আলীম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ম্যাজিস্ট্রেট রোকন উদ-দৌলা, জিটিভি'র চিফ নিউজ এডিটর ইকবাল করিম নিশান, ঢাকা মহানগর (উত্তর) আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সহ-স¤পাদক আজিজুল হক রানা। আলোচনা পর্বে বক্তৃতা করেন সংগঠনের মহাসচিব ফেরদৌস আরা বন্যা ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহŸায়ক সুজয় মন্ডল। আলোচনা পরবর্তী সাংস্কৃতিক পর্বে নাচ, গান, আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় সংগঠনের বিভিন্ন শাখার শিল্পীরা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন তাসলিমা জাহান রিবা। সঙ্গীত পরিচালনায় ছিলেন কামাল আহমেদ বাবু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন