শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

গড’স নট ডেড টু

প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

হ্যারল্ড ক্রঙ্ক পরিচালিত ক্রিস্টিয়ান ড্রামা ‘গড’স নট ডেড টু’। এটি ২০১৪তে মুক্তি পাওয়া পরিচালিত একই পরিচালকের ‘গড’স নট ডেড’ চলচ্চিত্রের সিকুয়েল। ‘পাইরেট’স কোড : দি অ্যাডভেঞ্চার অফ মিকি ম্যাটসন’ (২০১৪), ‘সিলভার বেল্স’ (২০১৩), ‘গড ইজ নট ডেড’ (২০১৩), ‘দ্য অ্যাডভেঞ্চার অফ মিকি ম্যাটসন অ্যান্ড দ্য কপারহেড ট্রেজার’ (২০১২), ‘জেরুজালেম কাউন্টডাউন’ (২০১১) এবং ‘ওয়ার প্রেয়ার’ (২০০৬) এবং ‘দি এজেন্ট’ (২০০৫) ক্রঙ্ক পরিচালিত অন্য কয়েকটি চলচ্চিত্র।
গ্রেস ওয়েসলি (মেরিসা জোন হার্ট) একজন স্কুুল শিক্ষিকা। ধর্ম নিয়ে তার নিজস্ব এক ধরনের বিশ্বাস আছে। একবার ব্রোক থলি (হেইলি ওরানশিয়া) নামের এক ছাত্রী তাকে যিশু সম্পর্কে একটি প্রশ্ন করে বসে। আর, গ্রেসও তার মতো করে উত্তর দেয়। এতে স্কুুলে হৈচৈ পড়ে যায়। ধার্মিক খ্রিস্টানরা তার এই ব্যাখ্যা মেনে নিতে পারে না। তাকে তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করতে নির্দেশ দেয়া হয়। কিন্তু সে তা করতে অস্বীকার করে। সে নিজের মন্তব্য আর ধারণায় অবিচল থাকে। স্কুল বোর্ডের সভায় তাকে বরখাস্ত করার সুপারিশ তরা হয় এবং হুমকি দেয়া হয় তার শিক্ষকতার সনদও কেড়ে নেয়া হবে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। গ্রেস টম এন্ডলার (জেসি মেটকাফ) নামের এক তরুণ আইনজীবীকে তার হয়ে মামলা লড়ার জন্য নিয়োগ করে। এন্ডলার জুরির সামনে ক্লাসে দেয়া ওয়েসলির বক্তব্য ও অবস্থানের এক ঐতিহাসিক প্রেক্ষাপট উপস্থাপনের জন্য শক্তিশালী এক কৌশল গ্রহণ করে। কিন্তু শেষ পর্যন্ত সে কি জুরিকে প্রভাবিত করতে পারবে?

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন