বিনোদন ডেস্ক : ধারাবাহিক ও ঈদের দুই নাটকের শূটিং নিয়ে কক্সবাজারে ব্যস্ত এখন জনপ্রিয় অভিনেতা ডি. এ. তায়েব। মোহন খানের মেগা ধারাবাহিক ‘নীড় খোঁজে গাঙ্গচিল’-এ তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। এছাড়া নান্নু চৌধুরী’র ঈদের দুইটি একক নাটকেরও কাজ করছেন। ডি. এ. তায়েব জানান, প্রতিবারের মতো এবারও বিভিন্ন চ্যানেলের জন্য নির্মিতব্য ঈদের প্রায় ডজন খানেক নাটকে অভিনয় করব। এবারের ঈদটি আমার ক্যারিয়ারে ঘটনাবহুল হয়ে থাকবে। কারণ নাটকের পাশাপাশি আমার অভিনীত সোনাবন্ধু সিনেমাটি মুক্তি পাবে। জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত সিনেমাটি নিয়ে আমি খুবই আশাবাদী। দর্শক মাতানোর মতো করে সিনেমাটি নির্মিত হয়েছে। আশা করি, দর্শক ঈদে একটি চমৎকার সিনেমা দেখতে পাবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন