বিনোদন ডেস্ক : নানা জনের নানা ভাবনায় সমৃদ্ধ আমাদের বাংলা গান। জনপ্রিয় সংগীতশিল্পীদের কণ্ঠে গুণী সংগীতস্রষ্টার সেই সব অমর কীর্তি দিয়ে সাজানো হয়েছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘সুরের আয়না’। জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী’র উপস্থাপনায় আজ থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে অনুষ্ঠানটি। আজকের পর্বে অতিথি কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী ও এসআই টুটুল। অনুষ্ঠানটি প্রচার হবে প্রতি শুক্রবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে। অনুষ্ঠানে প্রতিটি পর্ব ভিন্ন ভিন্ন গান নিয়ে সাজানো হয়েছে। অনুষ্ঠানে এক বা একাধিক স্বনামখ্যাত সঙ্গীতশিল্পী গান পরিবেশন করবেন। গানের রচনাকাল, পটভূমি আলোচনা করা হবে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাহমিনা মুক্তা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন