শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা ও অভিনয়ে ফেরদৌস আরা

প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : চলচ্চিত্রে প্লেব্যাক করলেও বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরার কখনো অভিনয় করা হয়নি। এই প্রথম তিনি চলচ্চিত্রে অভিনয় ও সঙ্গীত পরিচালনা করতে যাচ্ছেন। তবে ঠিক অভিনয় নয়, একটি গান গাওয়ার দৃশ্যে তিনি পারফরম করবেন। প্রবীণ পরিচালক এম এ খালেক’র নতুন চলচ্চিত্র ‘বাস্তবতা’য় তাকে এ রূপে দেখা যাবে। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করার পাশাপাশি ফেরদৌস আরা তিনটি গানও গাইবেন। প্রতিবন্ধীদের নিয়ে নির্মিতব্য এই চলচ্চিত্রে তিনি ‘প্রতিবন্ধী হলেও ওরা রক্তে মাংসে গড়া’ শিরোনামের গানে পারফরম করবে। চলচ্চিত্রে মোট তিনটি গান থাকবে। তিনটি গানই ফেরদৌস আরা, এম এ খালেক এবং আকাশের সমন্বয়ে লেখা। ইতোমধ্যে গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটিতে ফেরদৌস আরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তার সঙ্গীত বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান ‘সুরসপ্তক’র ছোট ছোট কন্ঠশিল্পীরা। ফেরদৌস আরা বলেন, ‘ভীষণ ভালো লাগছে যে প্রথমবারের মতো একটি চলচ্চিত্রের পুরো সঙ্গীত পরিচালনার দায়িত্ব পেয়েছি। চেষ্টা করছি শ্রোতা দর্শকের ভালোলাগার মতো গান উপহার দিতে। তবে নতুন করে ভালোলাগা এই যে চলচ্চিত্রের পর্দায় এবারই প্রথম আমাকে গানে গানে দেখা যাবে। ধন্যবাদ দিতে চাই পরিচালক খালেক ভাইকে। কারণ তিনি উৎসাহ এবং সাহস না দিলে এই কাজের জন্য সম্মতি দেয়া হয়তো হতোই না।’ পরিচালক এম এ খালেক জানান, চলতি মাসের শেষপ্রান্তেই ‘বাস্তবতা’ চলচ্চিত্রের শুটিং শুরু হবে। ফেরদৌস আরা ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত নজরুল সম্পর্কিত চলচ্চিত্রেও কণ্ঠ দিয়েছিলেন। তবে সর্বশেষ ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’ চলচ্চিত্রে প্লে-ব্যাক করেছেন। তারও আগে তিনি আবুল খায়ের বুলবুলের নির্দেশনায় ‘অবুঝ প্রেম’ চলচ্চিত্রে প্লে-ব্যাক করেছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন