স্টাফ রিপোর্টার : চিত্রনায়িকা নিপুণ এখন অভিনয়ের চেয়ে বেশি সময় দিচ্ছেন ব্যবসায়। এই সময় দিতে গিয়ে বিগত প্রায় দুই মাস অভিনয় থেকে দূরে আছেন। দুই মাস আগে রাজধানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে ‘টিউলিপ নেইলস অ্যান্ড ¯পা’ নামে একটি বিউটি পার্লার চালু করেন তিনি। এখানেই এখন বেশি সময় দিচ্ছেন। আবার এর পাশে একটি কফি শপও চালু করতে যাচ্ছেন। ফলে নিপুণ পুরোপুরি ব্যবসায়ের দিকে ঝুঁকে পড়েছেন। নিপুণ বলেন, পার্লার নিয়েই এখন আমার বেশি সময় ব্যয় করতে হচ্ছে। নিজের ব্যবসা। যথেষ্ট সময় দিতে হচ্ছে। এত চাপ এখানে যে, নিজে সরাসরি যুক্ত না থাকলে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়বে। আর কাজটাও উপভোগ করছি। শিগগিরই একটি কফি শপও চালু করছি। সেখানেও সময় দিতে হবে। অভিনয় নিয়ে তিনি বললেন, তেমন কোনো কাজ করছি না। দেলোয়ার জাহান ঝন্টুর ‘বায়ান্ন থেকে একাত্তর’ সিনেমার কাজ শেষ করেছি। এরপর আর কোনো কাজ হাতে নিচ্ছি না। ঈদের জন্য দুই-তিনটা নাটক হয়তো করব। আসলে যে কাজটা না করলেই নয়, সেটাই করব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন