সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ওমের্টা

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৮, ১২:০০ এএম


আহমেদ ওমর সাঈদ শেখ (রাজকুমার রাও) পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তার জঙ্গি হয়ে ওঠার কাহিনী। ১৯৯৪ সালে বসনিয়ার যুদ্ধে মুসলমানদের ওপর হত্যাযজ্ঞ দেখে সে গভীরভাবে প্রভাবিত হয়। লন্ডন স্কুলের এক মেধাবী ছাত্র ছিল সে। প্রথমে সে মুসলমানদের সহায়তা করার জন্য সাহায্য সংস্থার হয়ে কাজ শুরু করে। একসময় তা ছেড়ে দিয়ে সে রোহিত ভার্মা নাম নিয়ে দিল্লি চলে আসে। ভাল ইংরেজি বলতে পারে বলে সে সহজেই বিদেশিদের সঙ্গে ঘনিষ্ঠ হতে পারে । এভাবে ঘনিষ্ঠতার আসল উদ্দেশ্য অপহরণ এবং হত্যা, যাতে সারা দুনিয়া জানতে পারে পশ্চিমারা কোথাও নিরাপদ নয়। তার এই কাজের এক পর্যায়ে সে দিল্লি পুলিশের হাতে ধরা পড়ে। শেষ পর্যন্ত সে কি তার পথ অনুসরণ করতে পারবে? সে তো আগে থেকেই জানে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাকে একদিন।

বলিউড শীর্ষ পাঁচ
১ হান্ড্রেড টু নট আউট
২ অক্টোবর
৩ ওমের্টা
৪ বাগি টু
৫ দাস দেব

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন