সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নাট্য নিকেতন উৎসবে রূপসুন্দরী

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৮, ১২:০০ এএম


বিনোদন ডেস্ক: সিরাজগঞ্জের নাট্য নিকেতন তাদের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজন করেছে ৮ দিনের নাট্যোৎসবের। নাট্যোৎসবের আজ শেষ দিনে নাট্যলোক সিরাজগঞ্জ তাদের নতুন প্রযোজনা নাটক রূপসুন্দরী পরিবেশন করবে। নাট্যকার মাহবুব আলম রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন অনিক কুমার সাহা। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সিরাজগঞ্জের ভাসানী মিলনায়তন মঞ্চে রূপসুন্দরী নাটকের ৪র্থ মঞ্চায়ন হবে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ত্বসিন, লাহিম, মমিন বাবু, জহুরুল রতন, রেজাউল, শাহানা, চিন্ময় সুত্রধর, টুটুল, আকাশ, বিপ্লব, ইমরান, আপন, তিতাস, রাফি, পাপ্পু, হাসেম, আবিদ এবং প্রান্ত। শিশির রহমানের আবহ সঙ্গী পরিকল্পনায় যন্ত্র বাজিয়ে এবং কণ্ঠ দিয়ে সহযোগিতা করছেন বিন্তি ও বাপন। রূপসুন্দরী নাটকের বিভিন্ন অংশে কোরিওগ্রাফি করেছেন ফারহানা কাক্সিক্ষতা এবং আলোক পরিকল্পনা করেছেন বিশিষ্ট আলোক নির্দেশক ঠান্ডু রায়হান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন