খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক (নৌকা) ভোট দিয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ৮টা ১০ মিনিটে কেসিসির ১৮৩ নম্বর ভোট কেন্দ্র মহানগরীর পাইনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে তিনি ভোট দেন।
ভোট শেষ তালুকদার আব্দুল খালেক বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। খুলনার উন্নয়নে মানুষ নৌকায় ভোট দেবে। বিজয়ের বিষয়ে আশাবাদী খালেক। নির্বাচনের পরিবেশ সুন্দর রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন। মিডিয়ার জন্য সাধারণ মানুষ ভোট কেন্দ্রে ঢুকতে পারছেন না বলে অভিযোগ করেন খালেক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন