চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের শৌচাগার থেকে ৫ কেজি ৩০০ গ্রাম ওজনের ৪৫টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা।
শনিবার বেলা পৌনে একটার দিকে বাংলাদেশ বিমানের বিজি ১৩৬ ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দরে অবতরণের পর তল্লাশি চালিয়ে এসব স্বর্ণের বার পাওয়া যায় বলে জানান চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার উত্তম বিশ্বাস।
তিনি জানান, বিমানের শৌচাগারে ৪৫টি স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তবে পাচারকারীকে সনাক্ত করা যায়নি। এসব স্বর্ণের ওজন ৫ কেজি ৩০০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।
মালিকানা পাওয়া না যাওয়ায় স্বর্ণবারগুলো বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে বলে জানান কাস্টমসের এই কর্মকর্তা।
মন্তব্য করুন