শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আবার বিয়ে করতে পারেন গুইনেথ প্যালট্রো

প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

এই কয়েকদিন আগে ক্রিস মার্টিনের সঙ্গে অভিনেত্রী গুইনেথ প্যালট্রোর বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছে। গুইনেথ এখন প্রযোজক ব্র্যাড ফলচাকের সঙ্গে প্রেম করছেন। অভিনেত্রীটি জানিয়েছেন এখনও তিনি আরেকবার বিয়ের সম্ভাবনা বাতিল করে দেননি।
১১ বছর ঘর করার পর ২০১৪ সালে অভিনেত্রীটি কোল্ডপ্লে ব্যান্ডের ফ্রন্টম্যান মার্টিনের সঙ্গে ছাড়াছাড়ির ঘোষণা দেন। সম্প্রতি তিনি জানিয়েছেন তিনি আবার পরিণয় সূত্রে আবদ্ধ হবার সিদ্ধান্ত নিতে পারেন।
“আমি যা বলতে চাই তা হল, জীবনের কিছু অবিশ্বাস্য চমক আছে এবং কখনই আপনি জানতে পারবেন না কী ঘটতে যাচ্ছে বা কার সঙ্গে আপনার সাক্ষাত হতে যাচ্ছে। আমার মনে হয় বিয়ে সুন্দর ও মহান একটি ব্যবস্থা এবং আমি এটি একবারে ছেড়ে দিইনি,” তিনি বলেন।
“আমার বাবা-মাকেও অনেক সঙ্কটে পড়তে হয়েছে, তবে তারা ছিলেন সফল দম্পতি। তারা পরস্পরকে ভালবাসতেন। আমি বিয়েতে বিশ্বাস করি এবং এর সম্ভাবনা বাতিল করছি না। তবে কোন তাড়াও নেই,” ৪৩ বছর বয়সী অভিনেত্রীটি বলেন।
ক্রিস ও তার দুটি সন্তান রয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন