‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের ষষ্ঠ মৌসুমে উপস্থাপক সালমান খানের সবচেয়ে প্রিয় অংশগ্রহণকারী ছিলেন টিভি অভিনেত্রী সানা খান। আর তার প্রমাণও পাওয়া গেছে এরপর যখন সালমান তার পরের ফিল্ম ‘জয় হো’তে সানার জন্য একটি সুযোগ করে দিন। দুটি বছর যাবার পর অভিনেত্রীটি আবার একটি চলচ্চিত্রে কাজ করার সুযোগ পেয়েছেন। এবার তিনি ‘হেইট স্টোরি থ্রি’ চলচ্চিত্রের পরিচালক বিশাল পাÐ্য’র আগামী চলচ্চিত্র ‘ওয়াজা তুম হো’ চলচ্চিত্রের কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন। একই ব্যানারে অধীনে নির্মিতব্য চলচ্চিত্রটিও একটি আদিরসাত্মক থ্রিলার।
এই বছরের শেষে চলচ্চিত্রটির কাজ শুরু হবে। মজার ব্যাপার হলে সালমান পৃষ্ঠপোষকতা করেছিলেন এমন দুই অভিনেত্রী ডেইজি শাহ এবং জেরিন খানও গত বছর দুটি আদিরসাত্মক থ্রিলারে কাজ করেছেন।
সানা খানের সঙ্গে অন্য কারা ‘ওয়াজা তুম হো’তে অভিনয় করবেন তা নির্ধারিত হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন