স্টাফ রিপোর্টার : জনপ্রিয় অভিনেত্রী তারিন প্রায় পাঁচ বছর পর নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েছে। বেক্সি ফেব্রিক্স নামে এ বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করছেন রানা মাসুদ। তারিন বলেন, বিজ্ঞাপনের থিমটি অনেক সুন্দর। পাঁচ বছর আগে একটি চা-এর বিজ্ঞাপনে কাজ করেছিলাম। এরপর পছন্দমতো স্ক্রিপ্ট না পাওয়ায় বিজ্ঞাপনে কাজ করা হয়নি। আশা করছি বেক্সি ফেব্রিক্সের এই বিজ্ঞাপনটি সবার ভালো লাগবে। নির্মাতা রানা মাসুদ বললেন, বর্তমানে বিজ্ঞাপনটির দৃশ্য ধারণ করা হচ্ছে কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে। বিজ্ঞাপনের গল্পটা একজন সেলিব্রেটিকে ঘিরে। এই সেলিব্রেটি তারিন। আশা করি, বিজ্ঞাপনটি সকলের কাছে ভালো লাগবে এবং এর মাধ্যমে পণ্যটির প্রচার-প্রসারণ বৃদ্ধি পাবে। বিজ্ঞাপনটির আবহ সংগীত পরিচালনা করছেন ইবরার টিপুর। দৃশ্য ধারণ শেষে এর সম্পাদনার কাজ করা হবে মুম্বাই। আগামী মাসের মাঝামাঝি বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচার হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন