শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পুত্র সন্তানের বাবা হলেন তৌসিফ

প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপের্টার : পুত্র সন্তানের পিতা হয়েছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফ। গত বৃহস্পতিবার রাত ৮.৪৫ মিনিটে রাজধানীর পপুলার হাসপাতালে তৌসিফের স্ত্রী আফরিন জাহান নিপা এই সন্তানের জন্ম দেন। ছেলের বাবা হতে পেরে ভীষণ আনন্দিত তৌসিফ। তৌসিফ জানান, তার ছেলে এবং স্ত্রী দু’জনেই বেশ ভালো আছেন। তৌসিফের সন্তানের জন্মের সময় ওজন ছিলো তিন কেজি একশো গ্রাম। ছেলের নাম রাখা হয়েছে নুযায়ার তৌসিফ আরদ্বি। প্রথমবারের মতো বাবা হবার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তৌসিফ বলেন, ‘বলা যায় এটা আমার জীবনের সেরা মুহূর্ত। সত্যি বলতে কী বাবা হবার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সবাই আমার সন্তান এবং স্ত্রীর জন্য দোয়া করবেন যাতে তারা দু’জনই সুস্থ থাকেন এবং ভালোভাবে বাসায় নিয়ে যেতে পারি।’ উল্লেখ্য, ভালোবেসে দিনাজপুরের ছেলে তৌসিফ পটুয়াখালীর মেয়ে নিপাকে বিয়ে করেন ২০১২ সালের ১৭ ফেব্রæয়ারি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন