রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

‘শক্তিশালী নারী’ চরিত্র বিশেষণ পছন্দ নয় এমিলিয়া ক্লার্কের

| প্রকাশের সময় : ২২ মে, ২০১৮, ১২:০০ এএম

চলচ্চিত্রে ‘শক্তিশালী নারী’ চরিত্র কথাটি সমর্থন করেন না অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক। তার মতে এতে লিঙ্গ পক্ষপাত রয়েছে।
কন চলচ্চিত্র উৎসবে ৩১ বছর বয়সী অভিনেত্রীটির ‘সোলো : আ স্টার ওয়ার্স স্টোরি’র প্রিমিয়ার হয়েছে। তিনি বলেন চলচ্চিত্রটির একটি প্রধান চরিত্র নারী বলে ‘শক্তিশালী নারী’ চরিত্র কথাটি অপ্রয়োজনীয়।
“এই কথাটি থেকে ‘শক্তিশালী’ বাদ দিন, অন্য কোনও বিশেষণ খুঁজে বের করুন। আমি কেবল একটি নারী চরিত্রে অভিনয় করেছি,” ক্লার্ক বলেন। “চরিত্রটি যদি শক্তিশালী না হয় তাহরে আর কী হবে। আপনি কি বলতে চান আর কোনও কিছু আছে? আপনি কি মনে করেন চলচ্চিত্রের প্রধান চরিত্র দুর্বল হতে পারে? এমন আলাপের প্রয়োজনই নেই, সুতরাং শক্তিশালী নারী নিয়ে কথা বলা বন্ধ করুন, প্লিজ,” তিনি আরও বলেন।
তিনি বলেন শারীরিকভাবে শক্তিশালী না হলে বলা হয় কোনও শক্তিশালী পুরুষ চরিত্র নেই। তিনি আরও জানান নারী শিল্পীরা হলিউডে পুরুষের সমান সম্মানী পায়না বলে মাঝে মাঝে তিনি বিস্মিত হতেন। তিনি জানান প্রথম থেকেই এর চল হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন