শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বেইলি ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় কলমাকান্দার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৮, ৮:৩৬ পিএম

নেত্রকোনা-কলমাকান্দা সড়কের আশারানী বেইলি ব্রিজটি অতিরিক্ত মালবাহী ট্রাকের কারণে গতকাল বৃহস্পতিবার বিকালে ক্ষতিগ্রস্ত হওয়ায় কলমাকান্দার সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এলাকাবাসী ও সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, কলমাকান্দা থেকে অতিরিক্ত বালু বোঝাই একটি ট্রাক (ট্রাক নং ঢাকা মেট্রো-ট-২০-২০৫০) বৃহস্পতিবার বিকালে আশারানী বেইলি ব্রিজ পার হওয়ার সময় ব্রিজের ডেকিং সরে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ফলে এই সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী সাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ দিদারুল আলম তরফদার বেইলি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়ে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার কথা স্বীকার করে বলেন, ব্রিজটি যত দ্রুত সম্ভব মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন