মোশারফ হোসেন মজনু, পাঁচবিবি (জয়পুরহাট) থেকে
জয়পুরহাটের পাঁচবিবিতে হুমকির মুখে ছোট যমুনা সেতুর সংযোগ সড়ক। গত বর্ষা মৌসুমে বালির বস্তা দিয়ে ভাঙ্গন রোধের চেষ্টা করলেও এবছর বর্ষা শুরু হলে যোগাযোগ বিছিন্ন হতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। পাঁচবিবি উপজেলার ভারত সীমান্ত ঘেঁষে বয়ে আসা ছোট যমুনা সেতু। আটাপাড়া গ্রামে ছোট যমুনার উপরে ১৯৯৫ সালে নির্মিত ছোট যমুনা সেতু। আটাপাড়া, চৌমুহুনী বাজার সংযোগ সড়ক নির্মিত হয় একই সময়। এই সেতু দিয়ে খুব বেশি চলাচল করে ধরঞ্জী ও বাগজানা ইউনিয়নের মানুষ। এছাড়া সীমান্ত ঘেঁষা বিজিবির যানসহ কৃষকের প্রয়োজনে ভারী ট্রাক চলাচল করে। বর্ষাকালে এই সেতুর ভরসা ২ ইউনিয়নবাসীর রাস্তাটি গত বর্ষা মৌসুমে ভাঙ্গন শুরু হয় চৌমুহুনী বাজার ও সেতুর মাঝে। গত বর্ষা মৌসুমে বালির বস্তা দিয়ে ভাঙ্গন ঠেকানোর চেষ্ঠা করা হলেও তা ছিল অস্থায়ী। এ মৌসুমে বর্ষা শুরু হলে সেতুর সংযোগ রাস্তাটি বিচ্ছিন্ন হয়ে যাবে। অবিলম্বে এলজিইডি হস্তক্ষেপ কামনা করেছেন কয়া ও হাটখোলা ক্যাম্পের সদস্যসহ এলাকাবাসী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন