শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বিয়ের ১৫ মিনিটের মাথায় স্ত্রীকে তালাক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৮, ১২:০০ এএম

বিয়ের ১৫ মিনিটের মাথায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী। ঘটনাটি ঘটেছে সাত শেখ শাসিত দেশ সংযুক্ত আরব আমিরাতে। ঘটনাটি মিডিয়াতে প্রচন্ড ঝড় তুলেছে। খবরে বলা হয়, বিয়ের ১৫ মিনিটের মাথায় স্ত্রীকে তালাক দিয়েছেন দেশটির এক ব্যক্তি। বিয়ের চুক্তি অনুযায়ী বর শ্বশুরকে এক লাখ দিরহাম প্রদানে বাধ্য ছিলেন। বর প্রতিশ্রুতি দেন, বিয়ে শেষ হওয়ার সময় ৫০ হাজার দিরহাম শরিয়াহ জজ আদালতে দেবেন এবং বাকি ৫০ হাজার দিরহাম আদালত প্রাঙ্গণের বাইরে দেবেন। পূর্বের কথা মতো, চুক্তিতে সই করার সময় আদালত প্রাঙ্গণে শ্বশুরকে ৫০ হাজার দিরহাম দিয়ে দেন। এ সময় বর ও কনে পক্ষের পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। বর কনেকে নিয়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হবেন-এমন সময় শ্বশুর বাকি অর্থ পরিশোধের জন্য জামাইকে বলেন। জামাই বলেন, ‘একটু ধৈর্য ধরেন। মাত্র ৫ মিনিট লাগবে। বাকি অর্থ আদালত থেকে বের হয়েই দিচ্ছি। আমার গাড়িতেই আছে।’ তবে শ্বশুর নাছোড়বান্দা। জামাইয়ের এ কথার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘বাকি অর্থ এই মুহূর্তেই দিতে হবে।’ শ্বশুর অর্থ আনার জন্য বরকে গাড়িতে কোনো আত্মীয় বা বন্ধুকে পাঠাতে বলেন। ‘শ্বশুরের এ রকম আচরণে জামাই অপমান বোধ করেন এবং মানসিকভাবে কষ্ট পান। তাই ক্ষিপ্ত হয়েই তিনি শ্বশুরকে বলেন, ‘আমি আপনার মেয়েকে স্ত্রী হিসেবে পেতে চাই না।’ এর পরপরই তিনি তার সদ্য বিবাহিত স্ত্রীকে তালাক দেন। গালফ নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
নাসির ২৫ মে, ২০১৮, ২:২৯ এএম says : 2
আজব !!!!!!!!!!!!!!!!
Total Reply(0)
ash ২৫ মে, ২০১৮, ৪:৫১ এএম says : 4
GOOD !! JEMON KUKUR TEMON E MUGOR
Total Reply(0)
Safiullah ২ জুলাই, ২০১৮, ১০:৩৪ পিএম says : 0
Sabur kora ucit chilo both site.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন