তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে উচ্ছ¡সিত বাংলাদেশ ত্যাগে বাধ্য হওয়া লেখিকা তসলিমা নাসরীন। যদিও তার মতে, এই রায়ে মুসলিম মহিলাদের ‘স্বাধীনতা প্রাপ্তি’ হয়নি। তসলিমার দাবি, তিন তালাক প্রথাকে অবলুপ্ত করে থেমে থাকলে চলবে না। এবার ১৪০০ বছরের পুরনো শরিয়া আইনেরও অবসান ঘটাতে হবে। গতকাল ভারতীয় সুপ্রিম কোর্টের রায়ে তিন তালাককে অসাংবিধানিক ঘোষণার কিছুক্ষণের মধ্যেই টুইটারে নিজের প্রতিক্রিয়া জানান ভারতে অবস্থানরত এই লেখিকা। তিনি বলেন, কেন শুধু তিন তালাক? গোটা ইসলামিক বা শরিয়া আইনের অবসান ঘটানো উচিত। মানবিকতার খাতিরে সব ধর্মীয় আইনকে অবলুপ্ত করা উচিত। তিনি যোগ করেন, ধর্মীয় আইন এবং প্রথা সম্বলিত ধর্ম সর্বদা মহিলা-বিরোধী হয়। এখানেই থেমে থাকেননি তসলিমা। তিনি বলেন, তিন তালাক কোরআনে নেই। এই কারণেই কি এই প্রথার অবসান ঘটল? তার দাবি, কোরআনে আরও অনেক অবিচার ও বৈষম্য রয়ে গেছে। সেগুলি থাকা উচিত? প্রশ্ন তসলিমার। একইসঙ্গে ভারতের মুসলিম পার্সোনাল ল বোর্ডের অবলুপ্তি নিয়েও সোচ্চার হন তিনি। তার বদলে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার দাবি জানান তসলিমা। সূত্র : এবিপি আনন্দ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন