রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কোস্টগার্ড ও আইএমআরএফ যৌথ কর্মশালা

| প্রকাশের সময় : ২৯ মে, ২০১৮, ১২:০০ এএম

প্রাকৃতিক দূর্যোগ ও দূর্ঘটনার কারণে প্রতিবছরই উপকূলীয় অঞ্চলে ও অভ্যন্তরীণ নৌ পথে দূর্ঘটনাড বহু হতাহতের ঘটনা ঘটছে। বঙ্গোপসাগর ও অভ্যন্তরীণ নদী পথে দূর্ঘটনা ও দূর্যোগে আক্রান্ত মানুষের উদ্ধারকার্য তৎপরতার সাথে যথাযথভাবে সম্পন্ন করতে ২৮ মে বাংলাদেশ কোস্ট গার্ড ও ইন্টারন্যাশনাল মেরিটাইম রেসকিউ ফেডারেশান (আইএমআরএফ) এর যৌথ ব্যবস্থাপনায় ঢাকার ঙৎপযধৎফ ঝঁরঃবং হোটেলে ২য় বারের মত ‘‘গধংং জবংপঁব ঙঢ়বৎধঃরড়হং’’ এর ওপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। উপ-মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী কমোডোর মীর ইমদাদুল হক, (এইচ), এনজিপি, এনডিসি, পিএসসি, বিএন প্রধান অতিথি থেকে কর্মশালা উদ্বোধন করেন। আইএমআরএফ এর মেরিটাইম মাস রেসকিউ বিশেষজ্ঞ মিস্টার জন গিল (নেদারল্যান্ড) ও মিস্টার পাওলো ফেলো (পর্তুগাল) কর্মশালা পরিচালনা করেন। কর্মশালায় সশস্ত্র বাহিনী বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, সেনা বাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বিএসএমআরএমইউ, ফায়ার সার্ভিস ও সিভেল ডিফে›স, নৌ পরিবহণ অধিদপ্তর, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মংলা বন্দর কর্তৃপক্ষ, পায়রা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ মেরিন একাডেমী (চট্টগ্রাম), মেরিন ফিশারিজ একাডেমি, বিআইডবিøউটিএ, নৌ পুলিশ এবং আনসার ভিডিপি সংস্থার ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এ সময় নৌ দূর্ঘটনা ও প্রাকৃতিক দূর্যোগে উদ্ধার তৎপরতায় করনীয় এর ওপর বিশদ আলোচনার পাশাপাশি কাল্পনিক ঘটনার ওপর ভিত্তি করে উদ্ধার কার্যে সম্পৃক্ত সংস্থাসমূহের কার্যক্রম পর্যালোচনা করা হয়। পরিশেষে পরিচালক অপারেশা›স, বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী ক্যাপ্টেন এম ইকরাম হোসেন,(ট্যাজ), পিসিজিএম, এওডবিøউসি, পিএসসি, বিএন অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে কর্মশালা সমাপ্তি ঘোষণা করেন। -বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন