শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

হালদা নদী নিয়ে তৌকীরের সিনেমার শুটিং শুরু

প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : হালদা নদী নিয়ে তৌকির আহমেদের সিনেমার শুটিং শুরু হয়েছে। গত শুক্রবার হাটহাজারীর রামদা মুন্সিরহাট এলাকায় সিনেমাটির শুটিং শুরু হয়। এশিয়ার একমাত্র বৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। নদীর চারপাশে গড়ে ওঠা ভারী শিল্পপ্রতিষ্ঠান থেকে নির্গত ধোঁয়া ও বর্জ্য পদার্থ, চারপাশের জমির কীটনাশকসহ নানা কারণে হুমকির মুখে পড়েছে নদীটি। এই নদীর দিকে সকলের মনোযোগ আকর্ষণ ও সচেতনতা সৃষ্টির জন্য অনেক দিন ধরেই নানামুখী সামাজিক আন্দোলন ও মানববন্ধন হয়ে আসছে। হালদা নদী রক্ষার এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেই তৌকীর সিনেমাটি নির্মাণ করছেন। গত মাসে হালদা নদী ও এর আশপাশের মানুষের জীবনবৈচিত্র্য নিয়ে ছবি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আজাদ বুলবুলের গল্পে হালদা নদীর নামেই সিনেমাটির নাম রাখা হয়েছে। এটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও তৈরি করেছেন তৌকীর। তৌকীর জানান, হালদায় মাছ ডিম ছাড়ে এবং নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। এই নদী ও নদীর গতি প্রকৃতি, নদীর ক্ষয় এবং নদী-তীরবর্তী মানুষের জীবন প্রবাহ ও জটিলতা-সবকিছুই সিনেমাটির বিষয়বস্তুতে রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হালদা বিশেষজ্ঞ মনজুরুল কিবরিয়া তৌকীরের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, হালদা নদী বাঁচাতে তৌকির আহমদের এ উদ্যোগ খুবই প্রশংসনীয়। তিনি বলেন, একটি নদীকে বিভিন্ন ধরনের ক্ষয় থেকে রক্ষা করতে শুধু মিছিল মিটিং বা মানববন্ধন যথেষ্ট নয়। এ ধরনের সিনেমা নির্মাণের মাধ্যমে নদীর প্রয়োজনীয়তাকে সকলের মাঝে তুলে ধরতে হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন