বিনোদন ডেস্ক : মিউজিক ভিডিওতে সুজানার পারফরমেন্স দর্শকদের দৃষ্টি কাড়ে। এজন্য নাটকের পাশাপাশি তিনি নিয়মিত মিউজিক ভিডিওতে কাজ করেন। সম্প্রতি সঙ্গীতশিল্পী সালমার গাওয়া একটি গানে মডেল হয়েছে সুজানা। ‘আমার মনের ছোট্ট ঘরে বৃষ্টি ভাইঙ্গা পড়ে’-শিরোনামে গানটির শুটিং হয় পুরান ঢাকা ও মানিকগঞ্জে। এটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। গানের কথা লিখেছেন আসিফ ইকবাল। আহমেদ রাজিবের সুরে গানটির সংগীতায়োজন করেছেন মাসুম। সালমা জানালেন, বেশিরভাগ মিউজিক ভিডিওতে আমিই মডেল হই। এবার সুজানা আপুকে নিয়ে কাজটি করছি। গানটি নিয়ে আমি বেশ আশাবাদী। বৈশাখ উপলক্ষে গানটি প্রকাশ করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন