শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় বিটিভির ঈদ আনন্দমেলা

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় তৈরি হচ্ছে বিটিভির এবারের ঈদ আনন্দমেলা। ভিন্নধর্মী এই উপস্থাপনার উপস্থাপক থাকবেন তুষার খান, রোজী সিদ্দকী, শাহনাজ খুশি ও নাজনীন হাসান চুমকী। সঙ্গে থাকছেন শহীদুজ্জামান সেলিম ও বৃন্দাবন দাস। নাটকীয়তার মাধ্যমে উপস্থাপনা করা হবে। উপস্থাপক হিসেবে মঞ্চে থাকার কথা রোজী সিদ্দিকী, শাহনাজ খুশি ও নাজনীন হাসান চুমকীর। সময় বয়ে যায় কিন্তু এখনো সেটে পৌঁছাননি তারা। বাধ্য হয়ে মঞ্চে আসেন তুষার খান। অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের ফাঁকে অনুসন্ধানে জানা যায়, তিন নারী উপস্থাপকের সেটে সময় মতো আসতে না পারার কারণ। অন্যতম কারণ মেকআপ শেষ না হওয়া, তার সঙ্গে যোগ হয়েছে ট্রাফিক জ্যাম। এমন নানা ঝক্কি পেরিয়ে এক সময় তারাও হাজির হন সেটে। চলতে থাকে অনুষ্ঠান। এবারের আনন্দমেলায় থাকছে বেশ কজন নারীর সাফল্য গাঁথা। আরো থাকছে তারকা শিল্পীদের গান, নাচ, মনকাড়া পরিবেশনা, মজার আর শিক্ষামূলক নাটিকাসহ নানা আয়োজন। বিটিভি মহাপরিচালক এসএম হারুণ অর রশীদের পরিকল্পনায় এবারের ঈদ আনন্দমেলা পরিচালনা ও প্রযোজনা করছেন মাহফুজা আক্তার। প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন