বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মে মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৭৫ কোটি ৫৬ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ করেছে।
বিজিবি অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৫১ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৮৩ জন বাংলাদেশী নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে ১০ জন ভারতীয় নাগরিককে আটক করে ৯ জনকে বিএসএফ এর নিকট হস্তান্তর এবং ১ জনকে থানায় সোপর্দ করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি হতে মে মাস পর্যন্ত বিজিবি ৪৬৮ কোটি ১৩ লক্ষ ০৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক জব্দ করেছে। -বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন