বিনোদন ডেস্ক : রেডিওজিবিডি.কম স্ট্রিমিং সার্ভিসটি সংযুক্ত হলো গ্রামীণফোন-এর সাথে। ইতিপূর্বে রবি এবং টেলিটকের গ্রাহকরা এ সার্ভিসটি উপভোগ করছেন। সার্ভিসটির সুবিধা পেতে হলে স্মার্টফোনের ডাটা দিয়ে রেডিওজিবিডি.কম লিখে গুগুলে সার্চ দিয়ে সার্ভিসটির রেজিস্ট্রেশন করলে হাজার হাজার গান শুনতে পারবেন শ্রোতারা। সে ক্ষেত্রে ওয়াইফাই দিয়েও শুনতে পারবেন। এই প্রথম বাংলাদেশে গান শোনার এ স্ট্রিমিং সার্ভিসটি নিয়ে এলো জি-সিরিজ। এদিকে, রাজধানীর কাওরান বাজরের টিসিবি ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- গ্রামীণফোনের ডিজিটাল সার্ভিসের প্রধান মোহাম্মদ মুনতাসির হোসাইন, বিখ্যাত গীতিকার, সুরকার ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার, প্রখ্যাত গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ, জনপ্রিয় গায়ক এসএম তারেক, অবসকিউর ব্যান্ডের ভোকালিস্ট টিপু, রক স্ট্রাটা ব্যান্ডের গিটারিস্ট আরশাদ, ডিফারেন্ট টাচ ব্যান্ডের মেজবাহ, জনপ্রিয় কন্ঠশিল্পী হাসান চৌধুরী, এস.ডি রুবেল, আশরাফ উদাসসহ তারকা শিল্পীরা এবং জি-সিরিজ ও অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভুঁইয়া। সংযুক্তি অনুষ্ঠানের কনসার্টে অংশগ্রহণ করেন ব্যান্ডদল আর্টসেল, যাত্রী, গাছ, অরণ্য, কার্নিবাল এবং এহসান রাহী অ্যান্ড ফ্রেন্ডস। একক গান করেন অভি, কিম্বল, বিবেক, ইসমত আরা ইভা, তানজীব ও ডি রক স্টার শুভ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন