বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রথমবারের মতো কোন সিনেমার শুটিংয়ের জন্য মালয়েশিয়ায় গেলেন। সেখানে দীপংকর দীপনের নির্মানাধীন ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার দৃশ্য ও গানের শুটিং করবেন তিনি। মালয়েশিয়া যাওয়ার আগে মাহি বলেন, মালয়েশিয়া এমনিতে ঘুরতে গিয়েছিলাম। তবে এবারই প্রথম কোন সিনেমার শুটিংয়ে যাচ্ছি। এটা আমার জন্য নতুন একটি অভিজ্ঞতা। গত বৃহস্পতিবার থেকে মালয়েশিয়াতে সিনেমাটির শূটিং শুরু হয়েছে। শূটিংয়ে মাহি ছাড়াও অংশগ্রহণ করবেন চিত্রনায়ক শিপন মিত্র এবং মালয়েশিয়ান অভিনেত্রী সেলিনা সাইবি ও অভিনেতা ফাহরিন আহমেদ। উল্লেখ্য, গত শুক্রবার ঢাকাসহ সারাদেশের ৯০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাকির হোসেন রাজু পরিচালিত মাহির নতুন সিনেমা ‘অনেক দামে কেনা’।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন