বিনোদন ডেস্ক : প্যান্টোমাইম মুভমেন্ট ও জেন্টলম্যান প্যান্টোমাইমের যৌথ আয়োজনে কিংবদন্তি অভিনেতা চার্লি চ্যাপলিনের জন্মবার্ষিকী উপলক্ষে ১৬ এপ্রিল অনুষ্ঠিত হবে ‘চ্যাপলিন-মার্সো মুকাভিনয় উৎসব-২০১৬’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে চলবে এই মূক-নাট্যাসর। চ্যাপলিন শুধু মূকাভিনেতাদের কাছে নয়, সমগ্র বিশ্বে সকল অভিনেতা-পরিচালক, নাটক-সিনেমা প্রেমীদের কাছে অত্যন্ত শ্রদ্ধাভরে উচ্চারিত একটি নাম। অপর দিকে মার্সেল মার্সো বিশ্ব মূকাভিনয়ের একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্ব। মার্সোর মূকাভিনয়ের অনুপ্রেরণা চ্যাপলিন আর চ্যাপলিনের স্বপ্ন ছিল মঞ্চে মার্সোর মত দূরন্তপনা আর মোহমায়ার জাল বুনন করা। গত ২২ মার্চ মার্সেল মার্সোর জন্মদিনে পালিত হয় আন্তর্জাতিক মূকাভিনয় দিবস। কাছাকাছি সময়ে গুরুশিষ্যের জয়ন্তিতে চট্টগ্রামের প্যান্টোমাইম মুভমেন্ট ও ঢাকার জেন্টলম্যান প্যান্টোমাইমের এই আয়োজনও গুরুশিষ্য পরম্পরা। এই উৎসবে প্রতিশ্রæতিশীল নাট্যপ্রতিভা রিজোয়ান রাজনের নির্দেশনায় প্যান্টোমাইম মুভমেন্ট পরিবেশন করবে হারজিৎ, টিট ফর টেট এবং টু ফার টু ক্লোজ। অভিনয়ে অংশ নিবেন শহিদুল বশর মুরাদ, জোবায়েদ রানা ও রিজোয়ান রাজন। অপর দিকে রাজ ঘোষের নির্দেশনায় জেন্টলম্যান প্যান্টোমাইম পরিবেশন করবে দি কন্ট্রোলার, লাইট অব ডার্কনেস এবং ডেমোক্রেজি। এতে অভিনয়ে অংশ নেবেন আদনান মাহমুদ, মাহবুবুর রহমান, জয়নাল আবেদিন জয়, নুয়েরী সারা এবং রাজ ঘোষ। মূকাভিনয় প্রদর্শনী ছাড়াও আয়োজনে থাকবে আলোচনা, চ্যাপলিন মার্সো স্মারক চিত্র প্রদর্শনী অনুষ্ঠান। এই আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন